তেহরানকে পুড়িয়ে দেওয়ার হুমকি ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রীর

প্রান্তডেস্ক:ইরানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি স্পষ্টভাবে বলেছেন, ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালাতে থাকলে ইরানের রাজধানী তেহরান “জ্বলবে”।
শনিবার দেশটির সামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ইসরায়েল কাটজ বলেন, “ইরানি স্বৈরাচার ইরানের জনগণকে জিম্মি বানিয়ে ফেলেছে এবং এমন এক পরিস্থিতি তৈরি করেছে যেখানে বিশেষ করে তেহরানের বাসিন্দাদের ইসরায়েলি নাগরিকদের উপর চালানো অপরাধমূলক হামলার জন্য চড়া মূল্য দিতে হবে।”