তেহরানে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত আরও ৬০ জন, আহত শতাধিক
ছবি:সংগৃহীত
প্রান্তডেস্ক:ইরানের তেহরানে একটি আবাসিক ভবনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২০ জন শিশু রয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।
শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের এসব হামলার পর ইরানের সরকার দেশটির জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানি নাগরিকদের নিজ সরকারের বিরুদ্ধে বিদ্রোহের আহ্বান জানিয়েছেন।
এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের এসব হামলায় দেশটির সশস্ত্র বাহিনীর দুইজন উপ-মহাপরিচালক নিহত হয়েছেন।
নিহতরা হলেন- জেনারেল গোলামরেজা মেহরাবি ও জেনারেল মেহদি রাব্বানি।
তবে ঠিক কখন এই দুই শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন, তা এখনও নিশ্চিত নয়।
শুক্রবার থেকে শুরু হওয়া ইসরায়েলের একের পর এক হামলায় এ পর্যন্ত অন্তত ৭৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারাও।