এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে এবার বোমা হামলার হুমকি, জরুরি অবতরণ

বৃহস্পতিবার আহমেদাবাদে উড়োজাহাজ দুর্ঘটনার রেশ কাটেনি। তার মধ্যেই শুক্রবার সকালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন মতে, উড়োজাহাজের মধ্যে বোমা রাখা হয়েছে, এমন হুমকি পেয়ে সঙ্গে সঙ্গে ফিরতি রুট ধরার সিদ্ধান্ত নেয় উড়োজাহাজ কর্তৃপক্ষ।
এয়ারপোর্টস অব থাইল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইট এইই ৩৭৯ অবতরণের পরেই সব যাত্রীকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়েছে।
নিরাপত্তাবিধি মেনেই একে একে সব যাত্রীকে নামিয়ে আনা হয় বলে জানানো হয়েছে।