প্রান্তডেস্ক:ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদের বিমানবন্দরের কাছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা থেকে ২টার মধ্যে এ ঘটনা ঘটে।
স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলো জানিয়েছে, বিমানটিতে দুই শতাধিক যাত্রী ছিলেন বলে জানা গেছে। এএনআই’র প্রতিবেদন অনুসারে, কমপক্ষে ২৪২ জন যাত্রী ছিলেন।
এনডিটিভি জানিয়েছে, ঘটনাস্থল থেকে পাওয়া ছবিগুলোতে মাটি থেকে ধূসর ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।