প্রান্তডেস্ক:ভারতের রাজধানী দিল্লিতে নজিরবিহীন গরমে বুধবার জারি করা হয়েছে রেড অ্যালার্ট। শহরের বিভিন্ন অংশে গড় তাপমাত্রা যেখানে ৪১ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে, সেখানে হিট ইনডেক্স—অর্থাৎ তাপমাত্রা ও আর্দ্রতা মিলিয়ে শরীর যা অনুভব করে—বুধবার এক লাফে গিয়ে ঠেকেছে ৫১.৯ ডিগ্রি সেলসিয়াসে।
ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে এখনো তাপপ্রবাহ অব্যাহত। যদিও বুধবার এই অবস্থা শুধু আয়ানগর স্টেশনে রেকর্ড করা হয়েছে, আগের দিন এমন পরিস্থিতি ছিল তিনটি স্টেশনে।এনডিটিভি জানিয়েছে, আবহাওয়া অফিস ১৩ জুন পর্যন্ত এই অসহনীয় গরম চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। এরপর উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝড় ঢোকার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে দিল্লিতে কিছুটা বৃষ্টি এবং বজ্রপাত হতে পারে।
গতকাল বুধবার বিকেল ৫টা ৩০ মিনিটে রাজধানীর সবচেয়ে বেশি গরম ছিল আয়ানগরে—৪৫ ডিগ্রি সেলসিয়াস। এর পরের গরম অঞ্চলগুলো হলো—পালাম (৪৪.৫), রিজ (৪৩.৬), পিতমপুরা (৪৩.৫), লোদি রোড (৪৩.৪), সফদরজং (৪৩.৩) ও ময়ূর বিহার (৪০.৯)।
হিট ইনডেক্স ৫০ ছাড়িয়ে যাওয়ায় ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, প্রতিদিন এই মান নির্ধারিত হয় বাস্তব তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতার ওপর ভিত্তি করে। তবে এটি ভারতের জন্য আনুষ্ঠানিকভাবে যাচাই করা কোনো সূচক নয় এবং সরকারি রেকর্ডেও এই মান সংরক্ষণ করা হয় না।
আইএমডি-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীতে বর্তমানে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৪ ডিগ্রি বেশি। বৃহস্পতিবারও তাপমাত্রা ৪৩ থেকে ৪৫ ডিগ্রির মধ্যে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতির দমকা হাওয়া বইবে এবং সন্ধ্যা বা রাতে হালকা বৃষ্টি বা বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।আবহাওয়া দপ্তরের জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. নরেশ কুমার এনডিটিভিকে বলেন, “তীব্র গরম বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকবে। তবে ১৩ জুন রাতে যে পশ্চিমী ঝড় আসবে, তা তাপপ্রবাহ প্রশমনে সহায়ক হতে পারে।”রেড অ্যালার্ট জারির অর্থ, জনসাধারণকে দ্রুত সতর্কতামূলক পদক্ষেপ নিতে হবে। এর মধ্যে রয়েছে পর্যাপ্ত পানি পান, রোদের মধ্যে যাতায়াত এড়িয়ে চলা এবং দুপুরের সময় ঘরের বাইরে না যাওয়া।বুধবার দিল্লির বাতাসে আর্দ্রতার হার ছিল ৩১ থেকে ৭৩ শতাংশের মধ্যে। এর সঙ্গে যুক্ত হয়েছে উত্তর-পশ্চিম দিক থেকে আসা শুকনো ও উষ্ণ বায়ুপ্রবাহ, যা গরমের প্রকোপ আরও বাড়িয়ে দিয়েছে।