পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের

বুধবার এক সংবাদ সম্মেলনে নাসিরজাদেহ বলেন, ‘বিপরীত পক্ষের কিছু কর্মকর্তা হুমকি দিচ্ছেন যে যদি আলোচনা সফল না হয় তাহলে সংঘাত হবে। যদি আমাদের ওপর সংঘাত চাপিয়ে দেওয়া হয়… তবে অঞ্চলের সব মার্কিন ঘাঁটিই আমাদের নাগালের মধ্যে এবং আমরা সাহসিকতার সঙ্গে সেগুলো লক্ষ্যবস্তু করব—তা যে-ই দেশে থাকুক না কেন।’
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার হুমকি দিয়ে বলেছেন, ইরান যদি নতুন পারমাণবিক চুক্তি না করে, তবে বোমাবর্ষণ করা হবে। এই সপ্তাহেই আলোচনার পরবর্তী দফা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ট্রাম্প বলেছেন, বৃহস্পতিবার এই আলোচনা শুরু হবে, তবে তেহরান জানিয়েছে, তারা রবিবার ওমানে বৈঠকে বসবে। ইরান পূর্ববর্তী মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করে একটি পাল্টা প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প মঙ্গলবার বলেন, ‘ইরান পারমাণবিক আলোচনায় আরো আগ্রাসী হয়ে উঠেছে।
নাসিরজাদেহ আরো জানান, সম্প্রতি ইরান একটি দুই টন ওয়ারহেড বিশিষ্ট ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে এবং তারা কোনো সীমাবদ্ধতা মানে না। এর আগে ফেব্রুয়ারিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন, ইরানের সামরিক শক্তি—বিশেষ করে ক্ষেপণাস্ত্র—আরো উন্নত করা উচিত।
সূত্র : আল আরাবিয়া