এবার ডেঙ্গুর প্রকোপ হবে ভয়াবহ! আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রান্তডেস্ক:ডেঙ্গু সংক্রমণের ভয়াবহ ঝুঁকিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের বিশেষজ্ঞরা। তাদের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ঢাকার প্রতিটি ১৫টি বাড়ির মধ্যে গড়ে সাত থেকে আটটিতেই এডিস মশার লার্ভা পাওয়া গেছে। যা ব্রুটো লার্ভা ইনডেক্স অনুযায়ী আশঙ্কাজনকভাবে স্বাভাবিক মাত্রার চেয়ে প্রায় ৪০ শতাংশ বেশি।
বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. কবিরুল বাশার জানান, ডেঙ্গু সংক্রমণ নিয়ে তৈরি তাদের কম্পিউটার ভিত্তিক পূর্বাভাস মডেলে দেখা যাচ্ছে, এবছর ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ ভয়াবহ আকার নিতে পারে। তিনি বলেন, “এডিস মশার ঘনত্ব, রোগীর সংখ্যা, তাপমাত্রা, আর্দ্রতা ও বৃষ্টিপাতের তথ্য বিশ্লেষণ করে আমরা একটি ফরকাস্টিং মডেল তৈরি করেছি। এতে দেখা যাচ্ছে, যদি এখনই এডিসের প্রজননস্থল ধ্বংসে কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তবে এবছর ডেঙ্গুর প্রকোপ অনেক বেড়ে যাবে।”
বিশেষজ্ঞরা মনে করছেন, বর্ষাকাল পুরোপুরি শুরু হওয়ার আগেই যে হারে ডেঙ্গু রোগী বাড়ছে, তাতে করে এখনই সতর্ক না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।