সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়িতে হামলা-ভাঙচুর
প্রান্তডেস্ক: সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক কাছারিবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ জুন) দুপুরে এক বিক্ষোভ মিছিলের পর উত্তেজিত জনতা অডিটোরিয়ামের জানালা-দরজা ভাঙচুর করে এবং কর্তব্যরত কর্মচারীদের মারধর করে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী জানান, এর সূত্রপাত গত রোববার (৮ জুন) বিকেলে এক দর্শনার্থী শাহ নেওয়াজের সঙ্গে নিরাপত্তাকর্মীদের বাকবিতণ্ডা থেকে। তিনি তার স্ত্রী ও ভাতিজাকে নিয়ে কাছারিবাড়ি ঘুরতে গেলে টিকিট দেওয়া হলেও মোটরসাইকেল পার্কিংয়ের জন্য টাকা নিয়ে কোনও রসিদ বা টোকেন দেওয়া হয়নি। এ নিয়ে তার সঙ্গে নিরাপত্তাকর্মীদের বাকবিতণ্ডা হয় এবং একপর্যায়ে তাকে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ ওঠে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান। তিনি জানান, “হামলা ও ভাঙচুরের ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।”