৫ আগস্টে ভাঙচুরে কারাগারে ক্ষয়ক্ষতির পরিমাণ জানালেন কারা মহাপরিচালক

প্রান্তডেস্ক৫ আগস্টের পর দেশের বিভিন্ন কারাগারে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় ১১৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
সোমবার এক বক্তব্যে তিনি বলেন, “আমাদের প্রায় ২০২ জন কারারক্ষী ও কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন। তাদের অনেকেই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অনেকের ব্যক্তিগত ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে যারা কারাগারের বাইরের পরিসরে অবস্থান করছিলেন। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি এবং সবাই এখন কর্মক্ষম রয়েছেন।”
তিনি জানান, সহিংসতায় দুটি কারাগার পুরোপুরি জ্বালিয়ে দেওয়া হয়। তবে সেগুলো ইতোমধ্যে পুনর্গঠন করা হয়েছে। তিনি বলেন, “আমরা সরকারের কাছে অতিরিক্ত বরাদ্দ চেয়েছি, কারণ এই ধরনের ক্ষয়ক্ষতি পুনরুদ্ধারে বড় অঙ্কের অর্থ প্রয়োজন।”