সাপ্তাহিকওঅনলাই দৈনিক”সিলেটপ্রন্ত”রসম্পাদকওপ্রকাশক খন্দকার মামুন আলী আখতার ঈদ-উল-আযহার শুভেচ্ছাজানালেন দেশবাসীকে
প্রান্তডেস্ক:সাপ্তাহিকওঅনলাইন দৈনিক “সিলেটপ্রন্ত”র সম্পাদকওপ্রকাশক,সমাজিক সংগঠন “সিলেট ডেভলাপমেন্ট কাউন্সিল”র প্রতিষ্ঠাতও চেয়ারম্যান খন্দকার মামুন আলী আখতার দেশবাসী,প্রবাসী বাংলাদেশী সহ বিশ্ববাসীকে পবিত্রঈদ উল আযহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।গণ মাধ্যমে প্রেরিত শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আযহা প্রতি বছর আমাদের মাঝে ফিরে আসে। কুরবানী হলো আত্নশুদ্ধি ও পবিত্রতার একটি মাধ্যম। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানীর মহান শিক্ষা। মানবিক মূল্যবোধে উদ্ভাসিত ঈদুল আযহা হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হতে আমাদের উদ্বুদ্ধ করে। কোরবানীর যে মূল শিক্ষা তা আমরা যদি নিজ জীবনে প্রতিফলিত করে মানব কল্যাণে ব্রতী হই, তাহলে আমরা নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আল আমিনের সন্তূষ্টি ও নৈকট্য লাভ করতে পারবো। বিশ্বাসী হিসেবে সে চেষ্টায় নিবেদিত থাকা প্রতিটি মুসলমানের কর্তব্য।