সিলেটে কখন কোথায় ঈদের জামায়াত
প্রান্তডেস্ক:মুসলমান ধর্মাবলম্বীদের বছরের পবিত্র দিন ঈদুল ফিতর ও ঈদুল আজহা। নানা জল্পনা-কল্পনার পর বছরে দুইবার এই উৎসব পালন করেন মুলমান ধর্মাবলম্বীরা। সিলেটে প্রতিবারের মতো এবছরও ২ হাজার ৯৪১টি স্থানে পবিত্র ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হবে।
সূত্র জানায়, সিলেট মহানগরীর ৩৯০টি স্থানে পবিত্র ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হবে। এরমধ্যে খোলা স্থানে ও ঈদগাহে হবে ১৪২টি এবং নগরীর বিভিন্ন মসজিদে ঈদুল আজহার ২৪৮টি জামায়াত হবে। অন্যদিকে সিলেট জেলায় এবার ঈদুল আজহার জামায়াত ২ হাজার ৫৫১টি স্থানে পবিত্র ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হবে। তারমধ্যে ২ হাজার ২৭৪টি মসজিদে ও ২৭৭টি ঈদগাহে পালিত হবে এই জামায়াত। সিলেটের বিশ্বনাথ উপজেলায় ২৯৫টি, ওসমানীনগর উপজেলায় ২২৭টি, বালাগঞ্জ উপজেলায় ১৫২টি, গোলাপগঞ্জে ৩১৬টি, ফেঞ্চুগঞ্জে ১৩৮টি, বিয়ানীবাজারে ২১৮টি, জকিগঞ্জে ৩৮৫টি, কানাইঘাটে ২৬৯টি, জৈন্তাপুরে ১৩৭টি, গোয়াইনঘাটে ২৫০টি এবং কোম্পানীগঞ্জে মোট ১৬৪টি স্থানে ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
হজরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ও সকাল ৫টা ৪৫ মিনিটে বন্দর বাজার কালেক্টরেট মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রথম জামায়াতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী, দ্বিতীয় জামায়াতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ এবং তৃতীয় জামায়াতে ইমামতি করবেন হাফিজ মাওলানা হোসাইন আহমদ।
এছাড়াও পাঠানটুলা নবাবী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামায়াত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
এসব সেন্টারে হঠাৎ অসুস্থ হয়েপড়া যাত্রীদের প্রাথমিক মেডিকেল সহায়তা দেয়া হবে। পাশাপাশি হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হওয়া যানবাহন তাৎক্ষনিক মেরামতের জন্য দক্ষ মেকানিক দিয়ে মেরামতের ব্যবস্থা, সার্বক্ষনিক সিসিটিভি দ্বারা মনিটরিং করা ও নিয়মিত অভিযোগ গ্রহণের মাধ্যমে আইনী সহায়ত প্রদান করা হচ্ছে।
ঈদ উপলক্ষ্যে যেকোনো ধরনের সাইবার অপরাধ নিয়ন্ত্রণে র্যাবের সাইবার মনিটরিং সেল সার্বক্ষনিক তদারকিতে সক্রিয় রয়েছে। আইনশৃঙ্খলা সুরক্ষায় প্রস্তুত রয়েছে র্যাবের কুইক রেসপন্স টিম। সাদা পোশাকে র্যাবের গোয়েন্দারাও বিভিন্ন পশুর হাট, বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশন এবং লঞ্চ টার্মনালে সক্রিয় রয়েছেন। এসব কার্যক্রম ঈদ পরবর্তী ৭দিন চলমান থাকবে বলেও জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা।
শাহী ঈদগাহ এলাকায় সাত স্তরের নিরাপত্তার কথা উল্লেখ করে সিলেট মহানগর পুলিশের সিলেট অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও সিলেটে থাকছে পুলিশী চেকপোস্ট, পিকেটিং পার্টি, মোবাইল পার্টি, সাদা পোশাকে পুলিশ মোতায়েন, ট্রাফিক পুলিশসহ ড্রোন ও রুফটপের মাধ্যমে তদারকি করা হবে। পাশাপাশি প্রত্যেকটি ঈদের জামায়াতের স্থানে নেওয়া হবে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা। স্থাপন করা হচ্ছে সিসি ক্যামেরা। এছাড়া ঈদের দিন শাহী ঈদগাহ এলাকায় থাকবে সাত স্তরের নিরাপত্তা। দুই প্রবেশপথে তল্লাশির পাশাপাশি আশপাশ এলাকার সড়কেও থাকবে একাধিক চেকপোস্ট। নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকেও থাকবেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।