আওয়ামী লীগের পথে হাটলে ইতিহাস আপনাদেরও ক্ষমা করবে না: অ্যাটর্নি জেনারেল

প্রান্তডেস্ক:আওয়ামী লীগের দখলদার রাজনীতির পথ অনুসরণ করলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না, এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান। বুধবার (৪ জুন) দুপুরে ঝিনাইদহে ‘জুলাই আন্দোলনের যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠান’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা এমন কোনো কথাবার্তা বা আচরণ করবেন না, যা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরি করে। রাজনৈতিক ঐক্য আজ সময়ের দাবি। বিভাজনের রাজনীতি নয়, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে।”