এবার ট্রাম্পকে নিষ্ঠুর, বর্ণবাদী ও আমেরিকান মূল্যবোধবিরোধী বলল হাউস ডেমোক্র্যাটরা

প্রান্তডেস্ক:প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন, ব্যাপক ভ্রমণ নিষেধাজ্ঞা জারির পর বুধবার হাউস ডেমোক্র্যাটরা তা কঠোর ভাষায় নিন্দা করেছেন। তারা এটিকে “বৈষম্যমূলক”, “বিপজ্জনক” এবং “নিষ্ঠুর, বর্ণবাদী ও আমেরিকান মূল্যবোধবিরোধী” বলে আখ্যা দিয়েছেন।
বুধবার সন্ধ্যায় ট্রাম্প এই নিষেধাজ্ঞায় স্বাক্ষর করেন, যা ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। এটি তার প্রথম মেয়াদের বিতর্কিত নীতির পুনরাবৃত্তি, যা সে সময় ‘বিদ্বেষপূর্ণ’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে সমালোচিত হয়েছিল।

অ্যারিজোনার ডেমোক্র্যাট প্রতিনিধি ইয়াসামিন আনসারি বলেন, “আমরা আগেও এই বিভীষিকাময় দৃশ্য দেখেছি।”
ওয়াশিংটনের প্রতিনিধি প্রমিলা জয়পালও বলেন, এই নিষেধাজ্ঞা বহু মানুষের জন্য বিপর্যয় ডেকে আনবে—বিশেষ করে যারা আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীকে সহায়তা করায় তালেবানদের টার্গেটে পরিণত হয়েছে কিংবা যারা সুদানের গৃহযুদ্ধ থেকে পালানোর চেষ্টা করছে।
তিনি বলেন, “যেসব মানুষ আফগানিস্তান, কঙ্গো, হাইতি ও সুদানের মতো বিপজ্জনক দেশ থেকে পালিয়ে আসছে, তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা বৈশ্বিক নিরাপত্তা আরও অস্থিতিশীল করবে।”