বাইডেনের মানসিক সুস্থতা নিয়ে তদন্তের নির্দেশ ট্রাম্পের!

প্রান্তডেস্ক:সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের মানসিক সক্ষমতা গোপন রাখার ষড়যন্ত্রের অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (স্থানীয় সময়) জারিকৃত এক প্রেসিডেনশিয়াল মেমোর্যান্ডামে তিনি দাবি করেন, বাইডেনের আশপাশের ব্যক্তিরা তাঁর মানসিক অবস্থা গোপন রেখে যুক্তরাষ্ট্রের নির্বাহী ক্ষমতা নিজেদের হাতে নিয়েছিলেন এবং অটোপেনের মাধ্যমে বাইডেনের স্বাক্ষর ব্যবহার করে হাজারো নীতিগত সিদ্ধান্তে সই করিয়েছেন।

সম্প্রতি প্রকাশিত এক বইয়ে দাবি করা হয়েছে, বাইডেনের নিকটজনেরা তাঁর মানসিক অবস্থা খারাপ জেনেও তা গোপন রেখেছিলেন। এমনকি তিনি কখনো কখনো পরিচিত মুখ চিনতে পারতেন না, যেমন অভিনেতা ও ডেমোক্র্যাটিক দলের সমর্থক জর্জ ক্লুনিকে ভুলে গিয়েছিলেন।
এদিকে, বাইডেনের ‘আগ্রাসী ধরনের প্রোস্টেট ক্যানসার’ ধরা পড়ার খবরও ট্রাম্পের অভিযোগকে আরও জোরালো করেছে। ডানপন্থী মহলের কেউ কেউ দাবি করছেন—এই রোগের বিষয়টি আগে থেকেই বাইডেনের আশপাশের লোকজন জানতেন, কিন্তু তা গোপন রাখা হয়েছিল।
নতুন এই তদন্তে বাইডেনের নির্বাহী আদেশগুলোর পেছনে প্রকৃত সিদ্ধান্তদাতাদের চিহ্নিত করার চেষ্টা করা হবে এবং খতিয়ে দেখা হবে, অটোপেন ব্যবহারের মাধ্যমে কোন কোন নীতিমালা চালু করা হয়েছিল।