শেখ হাসিনা, মোজাম্মেলসহ ৪০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা
প্রান্তডেস্ক:বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হত্যায় জড়িত থাকা ও হত্যা্য় প্ররোচনার দেয়ার অভিযোগে গাজীপুরের কালিয়াকৈরে দুটি হত্যা মামলা রুজু করা হয়েছে। একটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও শাজাহান খানসহ ৪০০ জনকে আসামী করা হয়েছে। অপরদিকে, সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী, নৌপরিবহণ মন্ত্রীসহ ৩১৬ জনকে আসামী করা হয়েছে। গেল সোমবার কালিয়াকৈর থানায় মামলা দুটি নথিভূক্ত করা হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট বিকেলে গাজীপুরের কালিয়াকৈর থানাধীন সফিপুর আনসার একাডেমি ঘেরাও করে স্থানীয় ছাত্র জনতা। এসময় আনসার একাডেমীর ৩ নম্বর গেটের সামনে ছাত্র ও জনতার মিছিলে গুলি বর্ষণ ও লাঠিপেটা করা হয়। এসময় বেশ কয়েকজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়। নিহতদের মধ্যে ছিলেন, বগুড়া সদর থানার কুটুরবাড়ী মধ্যপাড়া এলাকার মজনু প্রামাণিকের ছেলে মো. মাহফুজ (৩৫) এবং নেত্রকোনার আটপাড়া উপজেলার নারাচাতল গ্রামের মো. রোস্তম মিয়া (৪৬)।
এ ঘটনায় নিহত মাহফুজের ভাই আপেল মাহমুদ আদালতের শরণাপন্ন হলে ৩০ মে বাদী হয়ে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দাখিল করেছিলেন। পরে আদালতের নির্দেশে কালিয়াকৈর থানায় মামলাটি দায়ের করা হয়।
মাহফুজ হত্যা মামলায় ৩৪ জনের নাম উল্লেখ করে আরও ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ মামলার প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এছাড়া অন্য আসামিদের মধ্যে রয়েছেন, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলীসহ অন্যরা।
মাহফুজের ভাই আপেল মাহমুদের দাবি, মাহফুজ স্থানীয় ইন্টার সফট লিমিটেড নামে একটি তৈরী পোশাক কারখানার কর্মী ছিলেন। ঘটনার দিন বিকেলে কাজ শেষে মাহফুজ ছাত্র–জনতার মিছিলে যোগ দেন এবং সেখানেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
অপরদিকে, নিহত রোস্তম মিয়ার স্ত্রী শেফালী বেগম বাদী হয়ে গত সোমবার কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন।
রোস্তম মিয়া হত্যা মামলায় ৩১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে। এতে প্রধান আসামি করা হয়েছে, সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে। এছাড়া অন্য আসামিদের মধ্যে রয়েছেন, সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, মৌচাক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লোকমান হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন ও আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতাকর্মী।
রোস্তম মিয়ার স্ত্রীর অভিযোগ, তিনি আহাম্মদনগর এলাকায় একটি বাড়িতে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। তিনিও সেইদিন আনসার একাডেমীর সামনে ছাত্র-জনতার সাথে মিছিলে যোগ দিয়ে হামলার শিকার হয়ে নিহত হন।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ফজলুল হক বলেন, আদালতের নির্দেশে দুটি মামলা নেওয়া হয়েছে। তদন্ত কার্যক্রম প্রক্রিয়াধীন।