স্বাধীনতার ৫৪ বছর পর আপেল মাহমুদকে প্রমাণ দিতে হলো তিনি মুক্তিযোদ্ধা
প্রান্তডেস্ক: মহান স্বাধীনতা যুদ্ধে রণাঙ্গণের মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা জোগানো কালজয়ী গান ‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি…’। কালজয়ী এ গানের সুরকার ও গায়ক আপেল মাহমুদ। সবার কাছে একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত তিনি। তবে, স্বাধীনতার ৫৪ বছর পর একুশে পদকজয়ী এ শিল্পীকে নতুন করে প্রমাণ দিতে হলো তিনি মুক্তিযোদ্ধা।
সম্প্রতি আপেল মাহমুদের মুক্তিযোদ্ধার পরিচয় নিয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) অভিযোগ করেন এক ব্যক্তি। সেই অভিযোগের প্রেক্ষিতে সোমবার বিকালে কুমিল্লা সার্কিট হাউসে জামুকার শুনানিতে হাজির হন তিনি। প্রমাণ দেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা।
মুক্তিযোদ্ধাদের প্রেরণা যোগানোর পাশাপাশি পাক সেনাদের বিরুদ্ধে অস্ত্রহাতে লড়াই করা আপেল মাহমুদ কুমিল্লার জেলার মেঘনা উপজেলার বাসিন্দা।
জামুকা সুত্র থেকে জানা গেছে, ৫ আগস্টের পর স্বাধীন বাংলা বেতারকর্মী পরিষদের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন আপেল মাহমুদের বিরুদ্ধে জামুকায় অভিযোগ করেন। অভিযোগে আপেল মুক্তিযোদ্ধা নন বলে দাবি করা হয়। এরই প্রেক্ষিতে গত ১২ মে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের উপপরিচালক (উন্নয়ন) ফাতেমা খাতুন আপেল মাহমুদকে নোটিশ করেন। সেই নোটিশে তিনি যে মুক্তিযোদ্ধা, এর পক্ষে যাবতীয় দলিল ও সাক্ষ্য উপস্থাপনের জন্য বলা হয়।
সোমবার বিষয়টি নিয়ে কুমিল্লা সার্কিট হাউসে শুনানি হয়। শুনানিতে জামুকার মহাপরিচালক শাহিনা খাতুনসহ সাত সদস্যদের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। এদিন জেলার বিভিন্ন উপজেলার বেশ কয়েকজন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে আসা অভিযোগেরও শুনানি করা হয়।
জামুকার মহাপরিচালক শাহিনা খাতুন বলেন, ‘%