শহীদ জামিল আখতার রতনের মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশিত হয়েছে : ৩১ মে, ২০২৫ ১২:২৬ অপরাহ্ণ | সংবাদটি ৩৫ বার পঠিত

প্রান্তডেস্ক:রাজশাহী মেডিকেল কলেজের তৎকালীন ছাত্রমৈত্রীর সভাপতি শহীদ ডা. জামিল আকতার রতনের মৃত্যু বার্ষিকী আজ।
১৯৮৮ সালের আজকের ৩১ মে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে ছাত্রমৈত্রীর নেতা জামিল আকতার রতনকে প্রায় ৩৫ জন শিক্ষকদের সামনে হুইসেল বাজিয়ে হামলা চালিয়ে নৃশংসভাবে হত্যা করেছিলো ৭১ এর পরাজিত শক্তি সাম্প্রদায়িক-মৌলবাদ-জঙ্গিবাদ ঘাতক জামায়াত শিবিরের সন্ত্রাসীরা।
ওইদিন জামিল আখতার রতনকে প্রকাশ্যে রগ কেটে হত্যা করে তারা। তারপর থেকে শুরু হয় বর্বরোচিত সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য সর্বস্তরে নিন্দিত ছাত্র শিবিরের রগ কাটার রাজনীতি।
তারপর থেকে এই দিনটিকে সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী শহীদ দিবস হিসেবে পালন করে আসছে ছাত্রমৈত্রী।

