কাশ্মীর পরিস্থিতি :মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা নিয়ে যা জানালেন জয়শঙ্কর
প্রান্তডেস্ক:মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বুধবার রাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের টেলিফোনে কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা বৃদ্ধির পর মার্কো রুবিও এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন। রুবিও আলাদাভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গেও কথা বলেন। তবে জয়শঙ্করের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর কী কথা হয়েছে তা বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী নিজেই।
ফোনালাপের সময় রুবিও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে সহযোগিতা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন বলেও জানিয়েছেন জয়শঙ্কর।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুসের মতে, রুবিও পেহেলগামে ‘ভয়াবহ সন্ত্রাসী হামলার’ জন্য দুঃখ প্রকাশ করেছেন, যেখানে ২৬ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই পর্যটক। তিনি ভারতকে ‘উত্তেজনা কমাতে’ এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করতে উৎসাহিত করেছেন।
ভারত ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে রয়েছে সিন্ধুজল চুক্তি স্থগিত রাখা, সমন্বিত চেকপোস্ট বন্ধ করা এবং হাই কমিশনের সদস্য সংখ্যা হ্রাস করা।