লেখক, দার্শনিক ও শিক্ষাবিদ সরদার ফজলুল করিমের জন্ম বরিশালের আটিপাড়া গ্রামে ১ মে ১৯২৫ সালে। ম্যাট্রিকুলেশন শেষে প্রথম ঢাকা আসেন ১৯৪০ সালে। ১৯৪২ সালে আইএ পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৪৫ সালে দর্শন শাস্ত্রে স্নাতক ও ১৯৪৬ সালে এমএ ডিগ্রি লাভ করেন। ১৯৪৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। পরবর্তী সময়ে বামপন্থি সামাজিক-রাজনৈতিক আন্দোলনে যুক্ত থাকার পর্যায়ে পাকিস্তান সরকার কর্র্তৃক তিনি নিগৃহীত হন। রাজবন্দি হিসেবে দীর্ঘ ১১ বছর বিভিন্ন পর্যায়ে কারাভোগ করেন। ১৯৬৩ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাংলা একাডেমির সংস্কৃতি বিভাগের অধ্যক্ষ হিসেবে কাজ করেন। ১৯৭১ সালের সেপ্টেম্বর মাসে পাকিস্তান হানাদার বাহিনী কর্র্তৃক গ্রেপ্তার হন। পরে ১৯৭২ সালে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন এবং ১৯৮৫ সাল পর্যন্ত শিক্ষক হিসেবে পাঠদান করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ ‘চল্লিশের দশকে ঢাকা’, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও পূর্ববঙ্গীয় সমাজ’, ‘নুহের কিশতী ও অন্যান্য প্রবন্ধ’; অনুবাদ : প্লেটোর রিপাবলিক, অ্যারিস্টটলের পলিটিকস প্রভৃতি। তিনি ‘দর্শনকোষ’ সম্পাদনা করেছেন। শেরেবাংলা পদক, ঢাকা বিশ্ববিদ্যায়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কর্র্তৃক গুণীজন সম্মাননা, বাংলা একাডেমি পুরস্কার, স্বাধীনতা দিবস পুরস্কার, সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কারসহ নানা পুরস্কার ও সম্মাননায় তিনি ভূষিত হয়েছেন। ২০১৪ সালের ১৫ জুন তিনি মৃত্যুবরণ করেন।