মতপার্থক্যের মধ্যেও জাতীয় ঐক্য ধরে রাখতে হবে: সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি: সংগৃহীত
সাইফুল হক বলেন, ‘আমাদের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের ৮ মাস পার হলেও দেশের ভেতরে ও বাইরে এই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে অতীত ফ্যাসিবাদী শক্তিসহ নানা অশুভ গোষ্ঠী সক্রিয় রয়েছে। ৫ আগস্টের পরিবর্তনকে এখনো তারা মেনে নিতে পারেনি। তাদের বাংলাদেশবিরোধী বহুমাত্রিক তৎপরতা অব্যাহত রয়েছে।’
তিনি বলেন, ‘সংস্কার ও নির্বাচন বিলম্বিত হলে দেশে অস্থিতিশীলতা আরও বেড়ে যেতে পারে। আমাদের সম্মিলিত অর্জন নষ্ট হয়ে যেতে পারে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে জনপ্রতিনিধিত্বমূলক শক্তিশালী রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নেই।’
এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর শোক প্রস্তাব পাঠ ও সাধারণ সম্পাদক সাইফুল হকের বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। পরে সাধারণ সম্পাদকের রাজনৈতিক বক্তব্য উত্থাপন করেন তিনি।