গণতান্ত্রিক শক্তির প্রত্যাশার প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না: রিজভী

রিজভী বলেন, পতিত স্বৈরাচারের দোসররা আদালতে দাঁড়িয়ে হুমকি-ধামকি দিচ্ছে। ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার হুমকি দিচ্ছে। প্রকাশ্যে দাঁড়িয়ে হুমকি দিচ্ছে, এই সাহস পায় কীভাবে?’ তিনি অভিযোগ করে বলেন, শেখ হাসিনার দোসররা আদালতে দাঁড়িয়ে হুমকি-ধামকির মাধ্যমে অন্তবর্তী সরকারকে অকার্যকর করার চেষ্টা করছে।
রিজভী অভিযোগ করে বলেন, ‘বিএনপির নেতাদের সাধারণ বন্দীদের মতো ফেলে রাখা হতো। ডিভিশন দেওয়া হতো না, অথচ এদের (আওয়ামী লীগের নেতা-কর্মীরা) জামাই আদরে আদালতে নেওয়া হচ্ছে, সেখানে গিয়ে হুমকি দিচ্ছে।’ রিজভী দাবি করেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরবতায় এই সুযোগ পাচ্ছে তারা।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম প্রমুখ।