১৮৯৪ সালের এই দিনে জন্মগ্রহণ করেন শিক্ষাবিদ ও সাহিত্যিক কাজী আবদুল ওদুদ। তার বাবা কাজী সৈয়দ হোসেন ও মা খোদেজা খাতুন। তিনি ১৯১৩ সালে ঢাকা কলেজিয়েট স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষা পাস করেন। ১৯১৫ সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি আইএ এবং ১৯১৭ সালে বিএ পাস করেন। ১৯১৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি রাজনৈতিক অর্থনীতিতে এমএ ডিগ্রি লাভ করেন। কিছুদিন একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকার পর ১৯২০ সালে তিনি ঢাকা ইন্টারমিডিয়েট কলেজে বাংলার প্রভাষক পদে যোগ দেন। ১৯৪০ সালে তিনি কলকাতায় শিক্ষা দপ্তরে যোগ দেন এবং এখান থেকেই ১৯৫১ সালে অবসর নেন। ছাত্রাবস্থায়ই তার একটি গল্পগ্রন্থ ‘মীর পরিবার’ এবং উপন্যাস ‘নদীবক্ষে’ প্রকাশিত হয়। এমএ পাস করার পর তিনি কলকাতার কলেজ স্ট্রিটে অবস্থিত বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির আবাসিক ভবনে কিছুদিন অবস্থান করেন। সেখানে কাজী নজরুল ইসলামের সঙ্গে তার পরিচয় ঘটে। এখানে সাহিত্যিকদের আড্ডা বসত। তার লেখকজীবনের ভিত্তি গড়ে ওঠে এই কবি-সাহিত্যিকদের সাহচর্যেই। তবে তার চিন্তা-চেতনাকে পরিণতি দেয় ঢাকার মুসলিম সাহিত্যসমাজ। সাহিত্যসমাজের মুখপত্র শিখার প্রতিটি সংখ্যার পরিকল্পনা ও প্রকাশনায় তার অবদান ছিল। ১৯৫৩ সালে তার সম্পাদিত ‘ব্যবহারিক শব্দকোষ’ প্রকাশিত হয়। আধুনিক বাংলা ভাষার জনপ্রিয় অভিধান সংকলনে তার ভাষাসচেতন মনের পরিচয় মেলে এখানে। তার গদ্যের প্রধান ভিত্তি যুক্তি, পরিমিতিবোধ ও আত্মপ্রত্যয়। তাকে বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট গদ্যশিল্পীরূপে বিবেচনা করা হয়। ১৯৭০ সালের ১৯ মে তিনি মারা যান।