সিলেট ডেভেলাপমেন্ট কাউন্সিল মহানগর কমিটির জরুরী সভা অনুষ্ঠিত
প্রান্তডেস্ক:গত১৯ এপ্রিল শনিবার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল- সিলেট মহানগর কমিটির এক সভা সংগঠনের লামাবাজারস্থ কেন্দ্রিয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল মহানগর কমিটির নবনির্বাচিত আহ্বায়ক মো: ফকরুজ্জামান’র সভাপতিত্বে ওপরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের (এসডিসি’র)প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,সাপ্তাহিক ও অনলাইনদৈনিক”সিলেটপ্রান্ত’র সম্পাদক খন্দকার মামুন আলী আখতার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মো: আবুল কালাম। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল মালিক, আব্দুল হান্নান, মোঃ আক্তারুজ্জামান, ইমরান চৌধুরী, হেলাল খান, জালাল আহমেদ, উস্তার আলী, ঈশা তালুকদার, মিজান বিন বদরুল সহ আরও অনেকে।
সভায় সিলেটের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সংস্কৃতির সুস্হ প্রসার ঘটিয়ে আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ সুগম করা করা সহ সুস্থধারার রাজনীতি, সমাজ উন্নয়ন,শান্তিপূর্ন সহাবস্থান কামনা করে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ঐক্যমত পোষন করে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহনে সিদ্ধান্ত গৃহীত হয়।গৃহীত সিদ্ধান্ত সমুহ হলো”সিলেট প্রদেশপ্রতিষ্ঠা,সিলেট মহানগরী ফুটপাতওরাস্থা হকার মুক্ত রাখা *জলাবদ্ধতা নিরসনে সুরমা নদী খনন কার্য্যক্রম চালুকরা *যানযট নিরসনে আদর্শ ট্রাফিক ব্যবস্হা চালুকরা *চাহিদা অনুপাতে কর্ম সংস্হানের ব্যবস্হা গ্রহন করা ।