শোভাযাত্রার মোটিফ নির্মাতা চিত্রশিল্পীর বাড়িতে আগুন, নিরাপত্তাহীনতায় পরিবার
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল, ২০২৫ ২:০৭ অপরাহ্ণ | সংবাদটি ২৩ বার পঠিত
প্রান্তডেস্ক:মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা। অগ্নিকান্ডে তার বাড়ির একটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ বলেন, পয়লা বৈশাখ উপলক্ষে তিনি ঢাকায় চারুকলার আয়োজনে একটি শোভাযাত্রার জন্য বাঘের মোটিফ তৈরি করেছিলেন। তবে স্থানীয়ভাবে গুজব রটে যে, এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি ছিল। যার জেরে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।