’বঙ্গবন্ধু বলেছিলেন, ৩টি দল ছাড়া বাকি সব দল দেশদ্রোহী’

প্রান্তডেস্ক:পহেলা বৈশাখের শোভাযাত্রায় উঠে আসা বিভিন্ন মোটিফ বা প্রতীকের মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক বার্তা দেওয়ার বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন বাংলা একাডেমির সভাপতি, বিশিষ্ট প্রাবন্ধিক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে বিস্তারিত মতামত তুলে ধরেন।
পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাস প্রসঙ্গে তিনি বলেন, “স্বাধীন বাংলাদেশের ইতিহাসে পহেলা বৈশাখ নিয়ে পক্ষ-বিপক্ষ অবস্থান নতুন নয়। ১৯৬৯ সালের শেষদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠান হয়, যেখানে শিক্ষক সমিতির সভাপতি ড. ইনামুল হক প্রবন্ধ উপস্থাপন করেন। একই সময় ছায়ানটের অনুষ্ঠানেও বাংলা নববর্ষের গুরুত্ব তুলে ধরা হয়। তখনকার পাকিস্তানি সরকার একটি কৃত্রিম জাতীয়তাবাদ তৈরি করতে চেয়েছিল, যা আমরা সমর্থন করিনি।”
তিনি আরও বলেন, “স্বাধীনতার পর থেকেই রাজনৈতিক বিভাজন শুরু হয়। শেখ মুজিবুর রহমান তখন প্রধানমন্ত্রী ছিলেন। তিনি এক বক্তৃতায় বলেন, আওয়ামী লীগ, কমরেড মণি সিংহের নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি এবং অধ্যাপক মোজাফফর আহমদের নেতৃত্বাধীন ন্যাপ — এই তিনটি দল দেশপ্রেমিক, বাকিরা দেশদ্রোহী। এমন বক্তব্য জাতিকে বিভক্ত করেছে এবং দীর্ঘমেয়াদে ক্ষতি করেছে।”
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মতে, পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার সঙ্গে গভীরভাবে যুক্ত একটি উৎসব। তাই এটি যেন রাজনৈতিক দৃষ্টিকোণ বা বিভাজনের হাতিয়ার না হয়, সেদিকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।