অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই
প্রান্তডেস্ক:গুণী অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৬টা ৪০ মিনিটে মৃত্যু হয়েছে তার। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খল-অভিনেতা মিশা সওদাগর। জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এ অভিনেত্রী। অভিনয় নিয়ে সাম্প্রতিক সময়েও ব্যস্ত সময় পার করছিলেন গুলশান আরা। ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে অভিষেক হয় তার। কিন্তু তার ইচ্ছা ছিল নিজেকে একজন চলচ্চিত্রাভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করার।