১৮৮৭ সালের ১১ এপ্রিল জন্মগ্রহণ করেন প্রখ্যাত বাঙালি চিত্রশিল্পী যামিনী রায়। তার পিতা ছিলেন শৌখিন শিল্পী। পিতার অবসরজীবনে তার সঙ্গে গ্রামে কেটেছিল যামিনী রায়ের শৈশব। সেই গ্রামে বেশ কয়েক ঘর কুমারের বাস ছিল। কুমারপাড়ার সেই প্রভাব তার শিল্পীজীবন অন্বেষায় পরোক্ষ ভূমিকা রাখে। ১৯০৬ থেকে ১৯১৪ সাল পর্যন্ত তিনি কলকাতা গভর্নমেন্ট আর্ট স্কুলে ইউরোপীয় অ্যাকাডেমিক রীতিতে শিক্ষা গ্রহণ করেন। বিদেশি ভাবধারায় প্রথম দিকে ছবি আঁকলেও পরবর্তী সময়ে গ্রামবাংলার প্রতিরূপ তার ছবিতে ফুটে উঠেছে। নিজস্ব বৈশিষ্ট্য ও স্বকীয়তার লক্ষ্যে তিনি লোক ও নৃগোষ্ঠীদের সংস্কৃতি বেছে নেন। তিনি গর্ব ও অহংকারের সঙ্গে বলতেন, আমরা গরিব দেশের মানুষ, এত পয়সা খরচ করে ওদের দেশে যাব কেন? ওদের অনেক পয়সা, ওরা এসে আমাদেরটা দেখে যাক। বাংলার লোকজ পুতুল, শিশু, গ্রামবাংলার সরল মানুষের দৈনন্দিন জীবনের সুখ-দুঃখের চিত্র তার ছবির ‘ফর্ম’ হিসেবে গ্রহণ করেন। ১৯৫৪ সালে তিনি পদ্মভূষণ পুরস্কার লাভ করেন। গ্রামবাংলার পটুয়াদের শিল্পকর্মের মতো ধনী-নির্ধন সবার কাছে তার চিত্র সহজলভ্য করার চেষ্টা করেন। পটুয়াদের মতো তিনি তার চিত্রে দেশজ উপাদান আহরিত রঙ ব্যবহার করতেন। পটচিত্রের আদলে নির্মিত প্রাণপ্রাচুর্যে ভরপুর তার চিত্র আজও শিল্পামোদি, এমনকি চিত্রবিমুখ সাধারণ মানুষেরও দৃষ্টি আকর্ষণ করে। ১৯৭২ সালের ২৪ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।