আরও একটি রাজনৈতিক দল পেল নিবন্ধন, প্রতীক রকেট

নির্বাচন কমিশন (ইসি) থেকে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)
সুকৃতি কুমার মন্ডল বলেন, ‘(দেশে) ৩ কোটির মতো মাইনরিটি (সংখ্যালঘু) সম্প্রদায়ের মানুষ আছে। এখন আমরা রাজনীতি করার অধিকার পেলাম। আমরা রাজনৈতিকভাবে সচেতন। ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমাদের সমর্থন আছে। আমাদের প্রতীক রকেট।’
২০১৭ সালে আত্মপ্রকাশ ঘটে বিএমজেপির। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধনের জন্য দলটি আবেদন করলেও বাছাই পর্ব পার হতে পারেনি। পরে এ নিয়ে আদালতের শরণাপন্ন হয় দলটি। গত ১১ ফেব্রুয়ারি রাজনৈতিক দল হিসেবে বিএমজেপিকে নিবন্ধন দিতে ইসিকে নির্দেশ দেন হাইকোর্ট।
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর পর আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), গণঅধিকার পরিষদ (জিওপি),নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিয়েছে ইসি। এরপর এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি দায়িত্ব নেওয়ার পর আদালতের আদেশে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির পর বিএমজেপি নিবন্ধন পেল। এর ফলে দেশে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াল ৫০-এ।