তোমাদের ঋন কোনদিন শোধ হবেনা” শহীদ দিবসে গভীরতম শ্রদ্ধায় স্মরণ করি সূর্য সন্তান তোমাদের
প্রান্তডেস্ক:না, এখন আর তাঁদের নিয়ে কেউ ভাবে কি-না জানিনা। অথচ এই সিলেট শহরের চার দেয়ালে একসময় প্রতিধ্বনিত হতো এঁদের নাম। এরা জীবনের শেষ দিন পর্যন্ত পেশাগত দায়িত্ব পালনে ছিলেন আন্তরিক। শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে করে গেছেন দেশের মানুষের সেবা। এঁদের রক্তের গন্ধ এখনো ভেসে বেড়ায় সাবেক সেবিকা হোস্টেলের ফটক ছুঁয়ে। ( বর্তমানে যেখানে স্মৃতি সৌধ এর পাশেই ছিল সেবিকা হোস্টেল)
বলছি তৎকালীন সিলেট সিভিল হাসপাতালে নারকিয় হত্যাকাণ্ডের শিকার প্রখ্যাত শল্যচিকিৎসক অধ্যাপক ডাঃ শামসুদ্দিন আহমদ, ডাঃ শ্যামল কান্তি লালা, এম্বুলেন্স চালক কোরবান আলী, ওয়ার্ডবয় মোখলেছুর রহমান, মাহমুদুর রহমান সহ আরো সাত জন শহীদের কথা। যারা ১৯৭১ সালের ৯ এপ্রিল কর্তব্যরত অবস্থায় শহীদ হন। তাঁদের হত্যা করে পাক হানাদার বাহিনী।
আজ তাদের শহীদ দিবস। শহীদদিবসে”সিলেটপ্রান্ত” তাঁদের কে স্মরণ করছে বিনম্র শ্রদ্ধায়।