ওমরাহ পালনকারীদের ২৯ এপ্রিলের মধ্যে সৌদি আরব ছাড়ার নির্দেশ
প্রান্তডেস্ক:সৌদি আরবে ওমরাহ পালন করতে যাওয়া বিদেশিদের আগামী ২৯ এপ্রিলের মধ্যে দেশটি ত্যাগ করতে হবে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।
মঙ্গলবার (৮ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হজের প্রস্তুতির অংশ হিসেবে ২৯ এপ্রিল (১ জিলকদ) ওমরাহ পালনকারীদের সৌদি আরব ছাড়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৩ এপ্রিলের (১৫ শাওয়াল) পর ওমরাহ ভিসায় সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ থাকবে। হজের সময় নিরাপত্তা নিশ্চিত ও ভিড় নিয়ন্ত্রণে রাখতে প্রতিবছরই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়ে থাকে।
নির্ধারিত সময়ের পরে কেউ সৌদি আরবে অবস্থান করলে তাকে ভিসা আইন ও হজ নীতিমালার লঙ্ঘনকারী হিসেবে বিবেচনা করা হবে এবং সর্বোচ্চ আইনি শাস্তির আওতায় আনা হবে বলে হুঁশিয়ার করেছে মন্ত্রণালয়।
এ ছাড়া যারা ওমরাহ ভিসায় সৌদি আরবে যাত্রী পাঠায়— এমন ব্যক্তি বা কোম্পানি নিয়ম লঙ্ঘন করলে তাদের এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং আইনগত ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে দেশ ছাড়তে এবং প্রক্রিয়াগত নিয়ম যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছে।
বিশ্বজুড়ে প্রতিবছর লাখো মুসল্লি হজ পালনে সৌদি আরবে সমবেত হন। এই সময়ে হজযাত্রীদের নিরাপত্তা ও সেবার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয় বলে জানায় দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।