৬ বছর পর উত্তর কোরিয়ায় আন্তর্জাতিক ম্যারাথন

প্রান্তডেস্ক:৬ বছর পর উত্তর কোরিয়ায় আয়োজিত হলো আন্তর্জাতিক ম্যারাথন। দেশটির রাজধানীতে অনুষ্ঠিত এই ম্যারাথনে অংশ নেন ২০০ বিদেশি রানার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
এরপর করোনা মহামারির কারণে এটি বন্ধ রাখা হয়। বিশ্বজুড়ে মহামারি শেষ হলেও উত্তর কোরিয়া পর্যটকদের জন্য দরজা খোলে আরও পরে। গত বছরের শুধুমাত্র কয়েকজন রুশ পর্যটক উত্তর কোরিয়া গিয়েছিল।
পিয়ংইয়ং ম্যারাথন আয়োজনের আনুষ্ঠানিক অংশীদার হিসেবে আছে কোরইয়ো ট্যুরস। আন্তর্জাতিক অতিথিদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া তদারকি করছে তারা। বেইজিং ভিত্তিক এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সাইমন ককেরেল বলেছেন, শুক্রবার ও শনিবার প্রায় ২০০ পর্যটক পিয়ংইয়ং পৌঁছান। আর আন্তর্জাতিক দৌড়বিদরা পিয়ংইয়ংয়ের একটি হোটেলে প্রতিযোগিতা পূর্ববর্তী অনুশীলন করেছেন।
আগামী ১৫ এপ্রিল উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাংয়ের জন্মদিন। তিনি বর্তমান নেতা কিম জং উনের দাদা। পিয়ংইয়ং আন্তর্জাতিক ম্যারাথন মূলত কিম ইল সাংয়ের জন্মদিন উদযাপনে একাধিক অনুষ্ঠানের অংশ।