প্রান্তডেস্ক:মৌলভীবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সুজন মিয়া (৩৫) নামের জেলা বারের এক আইনজীবী খুন হয়েছে। রবিবার (৬ এপ্রিল) রাত ১১টার দিকে মৌলভীবাজার পৌরসভার সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান। তিনি বলেন, আইনজীবী হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। নিহতের পরিবার এ ঘটনায় মামলা করবে বলে জানিয়েছে।
জানা যায়, সুজন শহরের পূর্ব হিলালপুর এলাকার বাসিন্দা। রবিবার রাত ১১টার দিকে মৌলভীবাজার পৌরসভার সামনে একটি ফুচকার দোকানের পাশে ছিলেন। এ সময় তাকে ৫ থেকে ৬ দুর্বৃত্ত এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনায় শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে। সুজনের মৃত্যুতে আইনজীবীরা শোক ও ক্ষোভ জানিয়েছেন। একই সঙ্গে তারা দ্রুত খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।