জাতীয় ভারতে বসে আওয়ামী লীগের সাবেক চার মন্ত্রীর ঈদ বকশিশ নিয়ে তুমুল আলোচনা

প্রান্তডেস্ক:গেল ৫ আগস্ট ছাত্রজনতার প্রবল গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে পালিয়ে আশ্রয় গ্রহণ করেন।নজিরবিহীন গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়ে এবারের ভিন্ন প্রেক্ষাপটে ঈদ উদযাপন করেছেন আওয়ামী লীগসহ দলটির বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে শেখ হাসিনার সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ-সদস্যদের ছোট একটি অংশ কারাগারে। তবে বেশিরভাগ সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং সংসদ-সদস্যরা ভারতসহ বিভিন্ন দেশে পালিয়ে আশ্রয় নিয়েছেন। মন্ত্রী-এমপিরা ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন।
ভারতে বসে বাংলাদেশে আত্মগোপনে থাকা কর্মীদের এবার ঈদের বকশিশের নামে টাকা পাঠিয়েছেন আওয়ামী লীগের পলাতক নেতা-মন্ত্রীরা । বিভিন্ন সূত্রের খবর বলছে, মূলত হুন্ডির মাধ্যমে তারা যার যার নির্বাচনি এলাকায় এ টাকা পাঠিয়েছেন।
আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, রাজনীতির মাঠে ফের সক্রিয় হওয়ার অংশ হিসাবে দলটির পলাতক এমপি মন্ত্রীরা তাদের নিজ নিজ নির্বাচনি এলাকার পরীক্ষিত কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছেন। বিশেষ করে ভারতে আশ্রয় নেওয়া নেতারাই এক্ষেত্রে সবচেয়ে বেশি সরব এবং সক্রিয় ভূমিকায় রয়েছেন। কর্মীদের মনোবল চাঙা রাখতে ঈদ বকশিশের নামে টাকাও পাঠিয়েছেন তারা।