শেখ হাসিনাকে খুব সহজে ফেরত দেবে না দিল্লি, ধারণা বিশ্লেষকদের
প্রকাশিত হয়েছে : ৪ এপ্রিল, ২০২৫ ৪:৩৬ অপরাহ্ণ | সংবাদটি ১৭ বার পঠিত

ছবিঃ সংগৃহীত
প্রান্তডেস্ক:৮ মাসেও দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার ব্যাপারে বাংলাদেশকে কিছুই জানায়নি ভারত। দিল্লির বাংলাদেশ দূতাবাসও অনানুষ্ঠানিক আলোচনায় এই বিষয়ে কিছু জানাতে পারেনি। তবে রাষ্ট্রীয় অতিথি হিসেবে কড়া নিরাপত্তার মধ্যে দেশটিতে শেখ হাসিনা থাকছেন বলে জানিয়েছেন দূতাবাস। ভারতীয় বিশ্লেষকদের ধারণা, ঢাকা চাইলেও খুব সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না দিল্লি।
৫ আগস্ট, ২০২৪, গণভবন ছেড়ে ভারতে চলে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে প্রতিবেশী দেশটিতেই রয়েছেন তিনি। বিচার ব্যবস্থা শুরুর পরে শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে কূটনৈতিক পত্র পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। তার আগে ঢাকা সফর করেছিলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিশ্রি। তখনও দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরতের আহ্বান জানায় বাংলাদেশ। তিন মাস পেরিয়ে গেলেও ঢাকার সেই চিঠির জবাবই দেয়নি দিল্লি।
