বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার আর নেই
প্রকাশিত হয়েছে : ৪ এপ্রিল, ২০২৫ ৩:৩৮ অপরাহ্ণ | সংবাদটি ১৯ বার পঠিত
পরিচালক অশোক পণ্ডিত জানিয়েছেন, গত কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন মনোজ। আমরা ওর সঙ্গে যোগাযোগ রাখতাম। প্রাণোচ্ছল মানুষ ছিলেন। বলিউড ওর অভাব অনুভব করবে। দেশ আর দেশপ্রেম তার অভিনয়ের পরিচয় ছিল। ‘পুরব পশ্চিম’, ‘রোটি কাপড়া আউর মকান’, ‘ক্রান্তি’র মতো ছবি তার নামের সঙ্গে জুড়ে দিয়েছিল দেশের পরিচয়। তাই তিনি ‘ভারত কুমার’ উপাধিতে সম্মানিত। বর্ষীয়ান অভিনেতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অফিসিয়াল এক্স (সাবেক টুইট) হ্যান্ডলে তিনি অভিনেতার সেই সব ছবির নাম উল্লেখ করেছেন যেখানে দেশভক্তির কথা প্রতিটি দৃশ্যে দেখানো হয়েছে।