সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে নাচগানের আয়োজন বন্ধ করলো প্রশাসন

প্রান্তডেস্ক:সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানের নামে নাচ গানের আয়োজন করায় অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে প্রশাসন।বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত ১০ টায় উপজেলা রানীগঞ্জ সেতুর দক্ষিণ পাড়ে পাইলগাঁও ইউনিয়নের এড়ালিয়া নামক স্থানে বন্ধু মহল নামে একটি সংগঠন ঈদ পুর্নমিলনীর নামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। প্রশাসনের অনুমতি না থাকায় এবং এলাকাবাসীর প্রতিবাদে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত হয়ে রাত সাড়ে ১১ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। ঐ সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরুষ ও নারী বাউল শিল্পীদের আগমনের নাম শুনে আশপাশের লোকজন জড়ো হন। গানের নামে অশ্লীল নৃত্য প্রদর্শনের আশংকা থাকায় অনুষ্ঠান বন্ধের দাবি জানান এলাকার সচেতন জনসাধারণ।
এব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে প্রশাসনের অনুমতি ছিল না, এই অনুষ্ঠান ঘিরে স্থানীয় জনসাধারণের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। বিশৃঙ্খলা সৃষ্টির আশংকা থাকায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।