১৯২৯ সালের এই দিনে ঢাকা শহরে জন্মগ্রহণ করেন বাংলাদেশি স্থপতি এবং কাঠামো-প্রকৌশলী ফজলুর রহমান খান। তার বাবা খান বাহাদুর আবদুর রহমান খান ছিলেন শিক্ষাবিদ ও শিক্ষা বিভাগের কর্মকর্তা। তিনি ১৯৪৪ সালে কলকাতার বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করার পর প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। ১৯৫০ সালে তিনি কলকাতার শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করেন। ঢাকার তৎকালীন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেওয়ার পরই ১৯৫২ সালে ফুলব্রাইট ফেলোশিপ ও ফোর্ড ফাউন্ডেশন স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ে যান। ১৯৫৫ সালে যুক্তরাষ্ট্রের স্থাপত্য প্রতিষ্ঠান স্কিডমোর-এ যোগ দেওয়ার মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। তিনি শিকাগোর ১০০ তলা উঁচু জন হ্যানকক সেন্টার এবং সিয়ার্স টাওয়ারের নকশা তৈরি করেন। ১৯৭২ সালে তিনি আরবানার ইলিনয় বিশ্ববিদ্যালয় থেকে অ্যালুমনি অ্যাওয়ার্ড, ১৯৭৩ সালে নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট অব সায়েন্স এবং ১৯৮০ সালে লেহাই বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট অব ইঞ্জিনিয়ারিং সম্মানে ভূষিত হন। ১৯৭২ সালে তিনি কনস্ট্রাকশনসের ‘ম্যান অব দি ইয়ার’ ভূষিত হন। তিনি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের পক্ষে বিদেশে জনমত গড়ে তুলতে সাহায্য করেন। ১৯৮২ সালের ২৬ মার্চ তিনি হৃদরোগে মৃত্যুবরণ করেন। ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত করে এবং তার স্মরণে একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়। সুউচ্চ ভবন নির্মাণের বিশেষ প্রযুক্তি উদ্ভাবনের জন্য বিশ্বব্যাপী স্মরণীয় বরণীয় হয়ে আছেন বাঙালি স্থপতি ও কাঠামো-প্রকৌশলী ফজলুর রহমান খান।