ড. ইউনূসকে ফোন করে রুনা লায়লাকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণের কারণ জানা গেল

প্রান্তডেস্ক:গেল সোমবার অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
ইউনূসের সঙ্গে ফোনালাপ ও শুভেচ্ছা বিনিময়ের বিষয়টি নিজের এক্স অ্যাকাউন্টে পোস্ট করেছেন পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
এ সময় পাকিস্তানে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে একটি মনোরম কথোপকথন হয়েছে জানিয়ে ওই পোস্টে শাহবাজ শরিফ বলেন, আমরা ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছি। পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার জন্য আমাদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।