সিলেট বাসী সহ দেশবাসীকে “সিলেট প্রান্ত”সম্পাদক খন্দকার মামুন আলী আখতার’র ঈদুল ফিতরের শুভেচ্ছা
প্রান্তডেস্ক:সাপ্তাহিকও অনলাইন দৈনিক “সিলেটপ্রান্ত”সম্পাদক ,প্রকাশক,সামাজিক সংগঠন সিলেট ডেভলাপমেন্ট কাউন্সিলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যন খন্দকার মামুন আলী আখতার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীর প্রতি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানিয়েছেন।এক শুভেচ্ছা বাণীতে খন্দকার মামুন আলী আখতার সিলেট বিভাগীয় নাগরিক বৃন্ধ সহ দেশের সর্বস্তরের জনতাকে আন্তরিক মোবারক জানিয়ে সকলের মঙ্গল কামনা করেছেন।খন্দকার মামুন আলী আখতার বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে মাহে রমজান এসেছিল। পবিত্র রমজান সকলকে হিংসা-বিদ্বেষ, মারামারি, পরনিন্দা ও চোগলখুরি ছেড়ে দিয়ে আত্ম সংযম অর্জন করতে শিখায় এবং আল্লাহর ভয় অর্জনের শিক্ষা দেয়। সকল প্রকার ফেৎনা-ফাসাদ ছেড়ে দিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সত্যিকার দেশপ্রেমিক হিসেবে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করার শিক্ষা দেয়। শিক্ষা দেয় সকল ভেদাভেদ ভুলে মানবতার কল্যাণে কাজ করার।রমজানের শিক্ষা নিয়ে তওবায় শুদ্ধ হয়ে সকলে মিলে গঠন করবো নতুন বাংলাদেশ এই প্রত্যাশা করেন।তিনি সর্বস্তরের জনতার প্রতি ঈদুল ফিতরের অনাবিল আনন্দ, সুখ-সমৃদ্ধি, সুস্বাস্থ্য কামনা করেন।