পরিবর্তন হচ্ছে না মঙ্গল শোভাযাত্রার নাম
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ | সংবাদটি ২৭ বার পঠিত
প্রান্তডেস্ক:এবারের পহেলা বৈশাখে চাকমা, মারমা, সাঁওতাল ও গারোসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। সোমবার (২৪ মার্চ) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে নববর্ষ উদযাপন নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে এই সভা হয়। এতে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীও যোগ দেন।