ট্রাফিক পুলিশের সাহসিকতায় অস্ত্র সহ দুই যুবক আটক
প্রান্তডেস্ক:নাইওরপুল পয়েন্টে ট্রাফিক প্রান্তডেস্ক:সার্জেন্ট সোহান সরকারের সাহসিকতায় দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করা হয়েছে। পুলিশের চৌকস পদক্ষেপে অপরাধীদের আটক করা সম্ভব হয়েছে, যা আইন-শৃঙ্খলা রক্ষায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
সম্প্রতি সিলেটে চুরি, ছিনতাই ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় নাগরিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী এসব অপরাধ দমনে কঠোর অবস্থান গ্রহণ করেছে, যারই অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।
আজ বুধবার (১২ মার্চ) সকালে নাইওরপুল পয়েন্টে ট্রাফিক ডিউটিতে নিয়োজিত ছিলেন ট্রাফিক সার্জেন্ট সোহান সরকার ও তার সঙ্গীয় ফোর্স কনস্টেবল ফরহাদ, অলিউর রহমান ও রিপন মিয়া।
সাহসী ট্রাফিক সার্জেন্ট সোহান সরকার ও তার দল দ্রুত এগিয়ে এসে মোটরসাইকেলে থাকা এক আরোহীকে আটক করেন। তবে অপরজন দৌড়ে পালানোর চেষ্টা করলে সার্জেন্ট সোহান নিজেই তাকে ধরতে উদ্যোগী হন। তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ধাওয়া করেন এবং মিরাবাজার রোড সংলগ্ন একটি গলি থেকে অভিযুক্ত ব্যক্তিকে সফলভাবে আটক করেন।
আটককৃতরা হলো, শাহপরান থানাধীন পীরেরবাজার এলাকার জব্বার মিয়ার ছেলে মানিক ওরফে হীরা মিয়াও খাদিমপাড়ার ইসরাব আলীর ছেলে মোজায়েল আহমদ।