দিরাইয়ে জলমহাল লুটের অভিযোগে আটক ৮
প্রান্তডেস্ক:দিরাই পৌর এলাকার ভরারগাঁও গোফরাঘাট জলমহালের মাছ লুটের অভিযোগে ৮ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) সকাল ৭টার দিকে প্রায় দুই হাজার লোক সংঘবদ্ধভাবে জলমহালে প্রবেশ করে অনুমান এক কোটি টাকার মাছ ধরে নিয়ে যায় বলে অভিযোগ উঠে।
কচুয়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি লংকেশ্বর দাস খোকা জানান, তাদের সমিতি সরকারি নিয়ম অনুযায়ী ১৪২৮-১৪৩৩ বাংলা সন পর্যন্ত জলমহালের ইজারা গ্রহণ করে এবং নিয়মিত খাজনা পরিশোধ করে আসছে। গত ২ বছর ধরে জলমহালটিকে মাছের অভয়ারণ্য হিসেবে সংরক্ষণ করা হয়। বুধবার দিরাই থানার বিভিন্ন গ্রামের প্রায় ২ হাজার লোক জোরপূর্বক জলমহালে প্রবেশ করে। তারা দেশি বিভিন্ন প্রজাতির মাছ অবৈধভাবে ধরে নিয়ে যায়।
সংবাদ পেয়ে দিরাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে, জীবন রায় (৪৫), এরশাদ মিয়া (৩২), হুমায়ূন (২০), বাধন বৈষ্ণব (২২), সমিরন বৈষ্ণব (১৯), মৃদুল বৈষ্ণব (১৯), পিন্টু তালুকদার (৩২), মৃদুল দাস (২৮)। এই ৮ জনকে আটক করে মাছ ধরার সরঞ্জামসহ থানায় নেওয়া হয়।
দিরাই থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক বলেন, দণ্ডবিধি আইনের ১৪৩/ ৪৪৭/ ৩৭৯/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২২ জনের নাম উল্লেখসহ ২ হাজার অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করা হয়। এখন পর্যন্ত ৮ জনকে আটক করা হয়েছে।