বাংলাদেশ-ভারত বৈঠকে উঠে এলো যে উদ্বেগ
প্রান্তডেস্ক:বাংলাদেশ-ভারত সম্পর্কের মধ্যে রাজনৈতিক পালাবদলের সময়ে কূটনৈতিক সম্পর্কে তীব্র টানাপোড়ন সৃষ্টি হয়েছে। বিশেষত, শেখ হাসিনার ভারতে আশ্রয় নেয়া, সীমান্তে অস্থিরতা, এবং সাম্প্রতিক সময়ে ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনাসহ বিভিন্ন বিষয়ে উদ্বেগের কারণে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক এখন এক জটিল পরিস্থিতিতে পড়েছে। এমনকি দু’দেশ পাল্টাপাল্টি বিবৃতি দিয়েছে এবং সম্পর্ক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে বলেও স্বীকার করেছে।
এই বৈঠকে তৌহিদ হোসেন গঙ্গা নদীর পানি বন্টন চুক্তির নবায়নের বিষয় নিয়ে আলোচনা শুরুর প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি সার্ক স্থায়ী কমিটির বৈঠকের গুরুত্বও উল্লেখ করেন এবং ভারত সরকারকে এ বিষয়ে বিবেচনা করার জন্য অনুরোধ জানান। এছাড়া আগামী ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠক সম্পর্কে আশাবাদী দুই পক্ষ।
মাস্কাটে অনুষ্ঠিত এই বৈঠকটি ছিল আধঘণ্টারও কম সময়ের, তবে এতে দুই দেশের সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে তৈরি চ্যালেঞ্জগুলো মোকাবিলায় একসাথে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। তাদের আলোচনায় আগামী এপ্রিলে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক আয়োজনের প্রসঙ্গও এসেছে।এই বৈঠকটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং দক্ষিণ এশিয়ার কূটনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হতে পারে।

