সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি একেএম তারেক কালাম আর নেই
প্রকাশিত হয়েছে : ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:১৫ অপরাহ্ণ | সংবাদটি ২৮ বার পঠিত
প্রান্তডেস্ক:সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি একেএম তারেক কালাম আর নেই। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক ৬০ বছর।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম।
জানা গেছে, তারেক কালাম সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হন। সিলেটে চিকিৎসাধীন থাকাকালীন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। তার বাড়ি সিলেট সদর উপজেলার টুকের বাজার এলাকায়।
এদিকে বিএনপির এই নেতার মৃত্যুতে সিলেট বিএনপি পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।