বাংলাদেশ বিমানে বোমা হামলার হুমকি, ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি, ২০২৫ ২:০৭ অপরাহ্ণ | সংবাদটি ১৪ বার পঠিত
প্রান্তডেস্ক:বিমানে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা রয়েছে এমন আতঙ্কে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে।জানা গেছে বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বিমান থেকে জানানো হয় ওই বিমানের কেউ বা কোন যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছে। এ অবস্থায় সকাল ৯টা ৩৫ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।