গণভবনে লাখ টাকা দামের সোনার কলম
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি, ২০২৫ ৪:০৪ অপরাহ্ণ | সংবাদটি ২৪ বার পঠিত
ছবিঃ সংগৃহীত
গণভবন থেকে পালিয়ে যাওয়ার সময় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী সঙ্গে নিতে পেরেছিলেন আর কী রেখে যেতে হয়েছিল, তা নিয়ে মানুষের কৌতূহল বরাবরই তুঙ্গে। সেই দিন সাধারণ জনগণের লুটপাটে গণভবন থেকে হারিয়ে যায় অনেক ব্যক্তিগত ও মূল্যবান সামগ্রী।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য টাইমস-এর এক প্রতিবেদক পরে অন্তর্বর্তী সরকারের অনুমতি নিয়ে গণভবনে প্রবেশ করেন। সেখানে তিনি মাটিতে পড়ে থাকতে দেখেন সোনার প্রলেপ দেওয়া একটি কলম, যার মূল্য প্রায় ১,৫০০ ডলার। এছাড়াও পাওয়া যায় হীরা যাচাই করার একটি সনদ। সূত্রঃ https://www.youtube.com/watch?v=mH5kegTySyA&ab_channel=KalbelaNews