আওয়ামী লীগের বিচার আমাদের সরকার অবশ্যই করবে: আসিফ নজরুল
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি, ২০২৫ ৩:৩৯ অপরাহ্ণ | সংবাদটি ২৪ বার পঠিত

বক্তব্য রাখছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: সংগৃহীত
প্রান্তডেস্ক:আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, সাম্প্রতিক গণহত্যার বিচারকাজ আগামী নির্বাচনের আগেই ট্রায়াল কোর্টে শেষ করার ব্যাপারে সরকারের আশা রয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য দেন।
তিনি বলেন, “আমাদের অঙ্গীকার, বাংলাদেশে সংঘটিত নির্মম গণহত্যার বিচার অবশ্যই সম্পন্ন হবে। আমরা বিচার প্রক্রিয়ায় কোনো গাফিলতি রাখিনি। যেভাবে কাজ এগোচ্ছে, আশা করছি মার্চ থেকে শুনানি শুরু করা যাবে।”
গণহত্যার বিচার নিয়ে আসিফ নজরুল বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার সংবিধানে অন্তর্ভুক্ত রয়েছে। আদালতের রায়ের ওপর ভিত্তি করেই আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।”
সংস্কার পরিকল্পনা সম্পর্কে আসিফ নজরুল জানান, তাদের কর্ম পরিকল্পনার চারটি ধাপ রয়েছে। প্রথম ধাপে কমিশনগুলো তাদের সুপারিশ প্রণয়ন করবে। দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য প্রতিষ্ঠায় আলোচনা হবে। তৃতীয় ধাপে আইন ও নীতি প্রণয়ন এবং শেষ ধাপে বাস্তবায়ন।
তিনি বলেন, “১৬ ডিসেম্বরের ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন, ন্যূনতম সংস্কার সম্পন্ন করে যদি আমরা নির্বাচন করতে চাই, তবে এ বছরই নির্বাচন হবে। তবে প্রত্যাশিত মাত্রার সংস্কার করতে হলে কয়েক মাস সময় লাগতে পারে।”রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, “সংস্কার প্রক্রিয়ার মূল প্রেক্ষাপট হলো গণঅভ্যুত্থান। সব রাজনৈতিক দলের মতামত গ্রহণ করা হয়েছে এবং তাদের সুপারিশ রিপোর্টে প্রতিফলিত হয়েছে। আমরা প্রত্যাশা করছি, দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হবে।”