ভুল করে ধ্বংস করবেন না নিজের কিডনি!

সংগৃহীত ছবি
প্রান্তডেস্ক:আমাদের শরীরের দুটি কিডনি প্রতিনিয়ত শরীরের ৭ থেকে ৮ লিটার রক্ত ফিল্টারিং এর মাধ্যমে পরিশোধিত করছে। এটা করতে সহযোগিতা করছে প্রোস্টাগ্লান্ডিনস নামের একটি উপাদান। ব্যথা পেলে আমরা কিটোরোলাক বা ডাইক্লোফেনাক জাতীয় ব্যথানাশক ওষুধ খেয়ে থাকি। এগুলো হাই ডোজে খেলে প্রোস্টাগ্লান্ডিন ব্লক করে দেয়। ফলে কিডনির ভেতরের রক্তনালী সংকুচিত হয়ে যায়। কিডনি আর রক্ত পরিশোধন করতে পারে না। এমনকি এর ফলে একদিনের মধ্যেই কিডনি নষ্ট হয়ে যেতে পারে।