কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক শওকত ওসমানের জন্ম ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। তার প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। তিনি কলকাতার আলিয়া মাদ্রাসা থেকে ১৯৩৩ সালে প্রবেশিকা, ১৯৩৬ সালে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে আইএ, ১৯৩৯ সালে বিএ এবং ১৯৪১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ পাস করেন। ১৯৪১ সালে তিনি গভর্নমেন্ট কমার্শিয়াল কলেজে লেকচারার পদে নিযুক্ত হন। ১৯৪৭ সালে চট্টগ্রাম কলেজ অব কমার্সে যোগ দেন। ১৯৫৯ সালে যোগ দেন ঢাকা কলেজে এবং ১৯৭২ সালে স্বেচ্ছায় অবসরে যান। চাকরি জীবনের প্রথম দিকে স্বল্প সময় তিনি কৃষক পত্রিকায় সাংবাদিকতা করেন। উপন্যাস ও গল্প রচয়িতা হিসেবেই তার মুখ্য পরিচয়; তবে প্রবন্ধ, নাটক, অনুবাদ, রম্যরচনা, স্মৃতিকথা ও শিশুতোষ গ্রন্থও তিনি রচনা করেছেন। গ্রন্থ সম্পাদনার ক্ষেত্রেও তিনি
কৃতিত্বের স্বাক্ষর রাখেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ জননী, ক্রীতদাসের হাসি, জাহান্নাম হইতে বিদায়, ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী প্রভৃতি। তার জননী ও ক্রীতদাসের হাসি উপন্যাস দুটি বহুল প্রশংসিত। জননীতে সামাজিক জীবন ও ক্রীতদাসের হাসিতে রাজনৈতিক জীবনের কিছু অন্ধকার দিক উন্মোচিত হয়েছে। নিশো, লুকনিতশি, বাগদাদের কবি, টাইম মেশিন, স্পেনের ছোটগল্প, সন্তানের স্বীকারোক্তি ইত্যাদি তার অনুবাদ গ্রন্থ। সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য তিনি ১৯৬২ সালে বাংলা একাডেমি পুরস্কার, ১৯৬৬ সালে আদমজী সাহিত্য পুরস্কার ছাড়াও পাকিস্তান সরকারের প্রেসিডেন্ট পুরস্কার, বাংলাদেশে একুশে পদক, স্বাধীনতা দিবস পুরস্কারসহ নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। ১৯৯৮ সালের ১৪ মে ঢাকায় তার মৃত্যু হয়।