আজীবন সম্মাননা পাচ্ছেন আবদুল হাদী ও খুরশিদ আলম
প্রান্তডেস্ক:মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির ‘হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড’ আজীবন সম্মাননা পাচ্ছেন দেশের দুই গুণি কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী ও খুরশিদ আলম। আগামী ২৭ ডিসেম্বর বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির বর্ষপূর্তিতে তাদেরকে এই সম্মাননা প্রদান করা হবে। মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির পাঠানো এক ই-মেইল বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সেখানে বলা হয়েছে, আয়োজনে আব্দুল হাদী ও খুরশিদ আলম ছাড়াও অনেক গুণিজন স্ব স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পাবেন। সেদিন বিকাল ৪টায় কারওয়ান বাজার ন্যাশনাল লাইফ ইনসুরেন্স ভবন ‘এনএলআই’ মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত হবে। অনুষ্ঠানে প্রতিবারের মতো এবার ও জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান ও ‘হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড ২৩’ প্রদান করা হবে।